পৌষের শেষ মকর সংক্রান্তি.....পিঠেপুলি পৌষপার্বণ
মকর সংক্রান্তির কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী



পৌষমাস সংক্রান্তি প্রতি ঘরে ঘরে,
চালগুড়ি দিয়ে সবে তিলপিঠা গড়ে।
ঘরে ঘরে নিমন্ত্রণ কত কাজে তাড়া,
মকর পরবে তাই জেগে ওঠে পাড়া।



দিনরাত ঢেঁকি চলে নাহিক বিরাম,
পিঠেপুলি উত্সবে জেগে ওঠে গ্রাম।
ঢেঁকি কুটে চালগুঁড়ি দিয়ে হয় পিঠে,
সকলেই পিঠে খায় খেতে ভারি মিঠে।



দুধ চাঁছি তিল দিয়ে ভাঁপা পিঠে হয়,
পিঠে খেলে পেটে সয় সকলেই কয়।
মুগ ডাল অড়হর বিরি ডাল দিয়ে,
সরু চকুলির পিঠে ভাজা হয় ঘিয়ে।



ঘরে ঘরে পিঠেপুলি ভারি ধূম হয়,
রোজ করে টুসুপূজা সাঁঝের সময়।
পিঠে খেতে এস বন্ধু করি নিমন্ত্রণ,
কবিতায় লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।