আসিল মাঘ মাস ......শীতের হল অবসান
মাঘ মাসের কবিতা (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শীতের বিদায় কাল এল মাঘ মাস,
মৃদু মন্দ বহিতেছে মলয় বাতাস।
পূরবে অরুণ রবি ছড়ায় কিরণ,
আজ আর শীত নাহি বহে সমীরণ।
তরুশাখে বিহগেরা করিছে কূজন,
বিহগের গান শুনে ভরে উঠে মন।
ফুলবনে ফুলশাখে ফুটে ফুলকলি,
গুঞ্জরিয়া দলেদলে আসে যত অলি।
রাঙাপথে গরুগাড়ি চলে সারি সারি,
দুই ধারে নারিকেল তাল ও সুপারি।
রাখাল গরুর পাল নিয়ে যায় মাঠে,
মাঠেমাঠে সারাদিন তার বেলা কাটে।
অজয়ের নদীঘাটে পড়ে আসে বেলা,
অবশেষে সাঙ্গ হয় দিবসের খেলা।
সাঁঝের সানাই বাজে শুনি পেতে কান,
কবিতা লিখিল কবি লক্ষ্মণ শ্রীমান।