আসিল মাঘ মাস ......শীতের হল অবসান
মাঘ মাসের কবিতা (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শীতের শেষ অধ্যায় এল মাঘ মাস,
আর নাহি শীত তাই সুখে করি বাস।
পৌষ মাসে তীব্র শীত সহ্য নাহি হয়,
শীতে ভারি শীত লাগে সমীরণ বয়।
প্রভাতে অরুণ রবি ছড়ায় কিরণ,
তরুশাখে বিহগের মধুর মিলন।
ফুলবনে ফুটে সব কুসুমের কলি,
মধু আহরণ তরে ধেয়ে আসে অলি।
রাঙাপথে দুইধারে মাঠ আর মাঠ,
সেই মাঠ পার হয়ে অজয়ের ঘাট।
নদীজলে পার হয় যত গরুগাড়ি,
সব গরুগাড়ি দেয় দূরগাঁয়ে পাড়ি।
মাঘ মাসে সরস্বতী দেবীর বন্দনা,
ছাত্রছাত্রী করে সব দেবী আরাধনা।
মাঘ মাস শুক্লপক্ষে বসন্ত পঞ্চমী,
কহেন লক্ষ্মণ কবি দেবীরে প্রণমি।