আসিল মাঘ মাস ......শীতের হল অবসান
মাঘ মাসের কবিতা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
মাঘমাস আসে যবে শীত কমে যায়,
গগনে অরুণ রবি কিরণ ছড়ায়।
ফুলবনে ফুলশাখে ফুটে সব কলি,
মধু আহরণ তরে ছুটে আসে অলি।
গাঁয়ের পথের বাঁকে চাঁপাডাঙা মাঠ,
সেই মাঠ পার হয়ে অজয়ের ঘাট।
রাঙাশাড়ি পরে বধূ জল নিয়ে যায়,
রাখাল বাজায় বাঁশি সুর শোনা যায়।
অজয়ের নদীঘাটে পড়ে আসে বেলা,
নদীচরে বলাকারা নিত্য করে খেলা।
দিবসের অবসানে সাঁঝের বেলায়,
দূরগাঁয়ে বাজে কোথা সাঁঝের সানাই।
মাঘমাস শুক্লপক্ষে দেবী আরাধনা,
ছাত্রছাত্রী করে সবে দেবীর বন্দনা।
সরস্বতী পূজা হয় পূণ্য মাঘ মাসে,
লক্ষ্মণ কবির কাব্য কবিতা প্রকাশে।