আসিল মাঘ মাস ......শীতের হল অবসান
মাঘ মাসের কবিতা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
মাঘমাস শীত নাই একি হল হায়,
ঝম্ ঝম্ বৃষ্টি নামে মুষল ধারায়।
পথেঘাটে জলকাদা পথ চলা দায়,
রাঙাপথে জলধারা বয়ে চলে যায়।
রাঙাপথে চলে যায় গাঁয়ের রাখাল,
মাথায় বাঁশের ছাতি নিয়ে গরুপাল।
ছেলেরা বৃষ্টিতে ভিজে বিদ্যালয়ে চলে,
রাঙাপথ গেছে ভরে কাদা আর জলে।
রাঙাশাড়ি পরা বধূ ঘোমটা মাথায়,
নদীঘাট হতে বধূ জল নিয়ে যায়।
কাঁখেতে কলসী লয়ে রাঙাপথ ধরে,
কলসীতে জল ভরে বধূ চলে ঘরে।
বর্ষণ মুখর যদি মাঘ মাস শেষে,
অধিক ফসল হয় ধান হয় দেশে।
কবির কথন কভু অন্যথা না হয়,
লক্ষ্মণ ভাণ্ডারী কবি কবিতায় কয়।