আসিল মাঘ মাস ......শীতের হল অবসান
মাঘ মাসের কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
পৌষ মাস শেষ হলে শীত অবসান,
রজনী প্রভাত হলে পাখি গায় গান।
শীতল সমীর বহে শীত নাহি আর,
ফুলে ফুলে সুরভিত বনে চারিধার।
রাখাল বাজায় বাঁশি শুনি তার সুর,
সেই সুর মিলে যায় দূর হতে দূর।
রাঙাপথে সারিসারি চলে গরুগাড়ি,
নদী জলে পার হয় রাঙাপথ ছাড়ি।
নদীঘাটে দেখি কেহ জলে স্নান করে,
কলসীতে জল ভরে বধূ যায় ঘরে।
নব-বধূ ঘরে চলে পরে রাঙা শাড়ি,
ঘোমটা মাথায় দিয়ে চলে নিজ বাড়ি।
রজনী প্রভাত হলে অল্প শীত লাগে,
প্রভাত পাখিরা সব তরুশাখে জাগে।
রাতি কেটে ভোর হয় পাখি গীত গায়,
লিখিল লক্ষ্মণ কবি তার কবিতায়।