কৌশিকী অমাবস্যা
কলমে কবি লক্ষ্মণ ভাণ্ডারী
কৌশিকী অমাবস্যায় পুণ্য শুভক্ষণে
করিবে মায়ের পূজা ভক্তিযুক্ত মনে
মার পায়ে রক্ত জবা করি সমর্পণ
মায়ের চরণ পূজা কর সর্বজন।
তিলের প্রদীপ জ্বালি রাখিবে দুয়ারে,
আম্র শাখা বাঁধি রাখ ঘরে চারিধারে।
শুনহ জীবের জীব বচন আমার,
করহ মায়ের পূজা। কহিলাম সার।
পিয়াজ রসুন আদি করিবে বর্জন,
ভুলিয়া না কর আজি আমিষ ভক্ষণ।
কৌশিকী অমাবস্যাই করহ পালন,
নিশ্চয়ই জানিও হবে অভীষ্ট পূরণ।
কৌশিকী অমাবস্যায় পূণ্য শুভক্ষণ,
লিখিল মাতৃ সাধক শ্রীমান লক্ষ্মণ।