কবিতার গাছে কবিতার ফুল (কবির ২৮০০তম প্রয়াস)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
কবিতার গাছে ফুল ফুটে আছে
কবিতা ফুলের ঘ্রাণ,
কবির কলমে কবিতারা জন্মে
কবিতারা পায় প্রাণ।
নব কিশলয় দেখে মনে হয়
সবুজের অভিযান,
সবুজ পরশে মনের হরষে
কবিতারা গায় গান।
কবিতা আসরে ফুটে থরে থরে
কুসুম ফুটেছে মেলা,
ফুটে আছে কলি ধেয়ে আসে অলি
আজিকে প্রভাত বেলা।
অজয়ের চরে সোনা রোদ ঝরে
তরুশাখে পাখি গায়,
রাখালিয়া সুরে বাঁশি বাজে দূরে
কারা মাদল বাজায়।
বসন্তের রবি সোনা সম ছবি
পুবের গগনে হাসে,
গগনে গগনে চলে আনমনে
ধবল বলাকা ভাসে।
অজয়ের ঘাটে সারাদিন কাটে
শালিকেরা বসে থাকে,
সাঁওতালি দল বাজায় মাদল
অজয় নদীর বাঁকে।
বসন্ত প্রভাতে আজি মন মাতে
কবিতা লিখিতে চাই,
কবির কলম লিখে অনুপম
কবিতার গান গাই।
কবির খাতায় কবিতা পাতায়
লেখা হয় কাব্য কত,
কভুবা প্রভাতে কভু মাঝরাতে
লিখে রাখি শত শত।
দুই সহস্র ও অষ্টশততম
কাব্যমালা কবিতার,
কবিশ্রী লক্ষ্মণ লিখে অনুক্ষণ
কবিতার উপহার।