কার্তিক অঘ্রান মাসে .......... হেমন্তে নবান্ন আসে
নবান্ন উত্সব ঘরে ঘরে (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
কার্তিক অঘ্রান মাসে হেমন্তে নবান্ন আসে
ঘরে ঘরে পড়ে যায় সাড়া,
নতুন আতপ অন্ন তৈরি হয় পরমান্ন
উৎসবে মেতে উঠে পাড়া।
চাষীভাই মুট আনে তুলিয়া রাখে মাচানে
চাষীবধূ আলপনা আঁকে,
মাটির প্রদীপ জ্বলে ভরে উঠে কোলাহলে
রমণীরা ফুঁ দেয় শাঁখে।
ধান্য দূর্বা রাখি তাতে মাঙ্গলিক ঘট পাতে
আম্রশাখা রাখে ঘট পরে,
নবান্নের আয়োজন রাঁধে সুস্বাদু ব্যঞ্জন
সকলেই খায় পেট ভরে।
নতুন চালের পিঠে খেতে লাগে অতি মিঠে
গুড় চিঁড়া দই থাকে তাতে,
বসি সবে আঙিনায় মহানন্দে সবে খায়
লিখিল লক্ষ্মণ কবিতাতে।