কবিতা ফুলের গাছ (কবির ২৯০০তম প্রয়াস)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
কবিতা ফুলের গাছে কত ফুল ফুটে আছে
কবিতা ফুটিল রাশি রাশি,
নতুন সকাল হয় শীতল সমীর বয়
ঝরে পড়ে হয়ে ফুল বাসি।
প্রতিদিন ফুল ফুটে গগনেতে রবি উঠে
সোনালী কিরণে রবি হাসে,
কবিতার বাগিচায় ফুলেরা গন্ধ ছড়ায়
কবিতারা ফুল ভালবাসে।
কবিতারা শাড়ি পরে আসে রাঙা পথ ধরে
কবিতার বুক ভরা মধু,
কলসী লইয়া কাঁখে ঘোমটায় মুখ ঢাকে
কবিতারা যেন রাঙা বধূ।
দিঘিজল ঝলমল কবিতার শতদল
ফুটে নয়ন দিঘির জলে,
কবিতারা রাজহাঁস জলে খেলে বারোমাস
সারাদিন মাতে কোলাহলে।
কবিতারা নদী ঘাটে বেচাকেনা করে হাটে
ঘরে ফিরে সাঁঝের বেলায়,
দ্বি সহস্র নয় শত কবিতারা প্রকাশিত
লক্ষ্মণ কবির কবিতায়।