জ্বলবে যেদিন শ্মশান চিতা (বিবিধ কবিতা)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


জ্বলবে যেদিন শ্মশান চিতা পুড়বে সাধের দেহ,
সারা জীবনের ভালবাসা, মায়া মমতা আর স্নেহ।
শ্মশানের ওই জ্বলন্ত চিতায়
সোনার দেহ পুড়ে হবে ছাই
সাধের দেহে প্রাণ আর নাই

থাকবে না পাশে কেহ।

জ্বলবে যেদিন শ্মশান চিতা পুড়বে সাধের দেহ,
সারা জীবনের ভালবাসা, মায়া মমতা আর স্নেহ।
জ্বলবে যেদিন শ্মশান চিতা...............................



মলিন বসন ছেড়ে যেমন নতুন বসন পরে,
দেহ ছেড়ে প্রাণ তেমনি নতুন জীবন ধরে।
পাড়া প্রতিবেশী আর আপন জন,
বলবে বাসী মড়া এই তো জীবন।
পাশাপাশি চলে জীবন আর মরণ,

                   তবু কেন চোখে জল ঝরে,
মলিন বসন ছেড়ে যেমন নতুন বসন পরে,
দেহ ছেড়ে প্রাণ তেমনি নতুন জীবন ধরে।
মলিন বসন ছেড়ে যেমন...........................



দুদিনের এই খেলাঘরে হিংসা কেন করি,
কেউবা বলে দয়াল ঠাকুর দাও চরণ তরী।

এসেছিলে তুমি একা ভবে
একদিন চলেই যেতে হবে।
দালান বাড়ি সব পড়ে রবে

              দাও পাড়ি রাধা নাম স্মরি।
দুদিনের এই খেলাঘরে হিংসা কেন করি,
কেউবা বলে দয়াল ঠাকুর দাও চরণ তরী।
দুদিনের এই খেলাঘরে………………………