জ্যৈষ্ঠমাসের কড়া রোদে.... জল নাই পুকুরে
জ্যৈষ্ঠের ছড়া কবিতা ( দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
জ্যৈষ্ঠ মাসের দারুণ ঝড়ে,
পাখির বাসা মাটিতে পড়ে।
ঝড়ো হাওয়া খড়ের চাল,
পড়ছে ভেঙে গাছের ডাল।
ঝড় উঠেছে আকাশ কালো,
গাঁয়ের পথে উড়ছে ধূলো।
ষাঁড় ছুটছে পথের বাঁকে,
কালো মেঘে আকাশ ঢাকে।
ঝড় উঠেছে নদীর ঘাটে,
গাঁয়ে কাঁকন-তলার মাঠে।
বলাকা উড়ে দূর গগনে,
কাঁপে হৃদয় মেঘ গর্জনে।
হুঙ্কার ছাড়ে ডাকছে মেঘ,
বাড়ল বুঝি, ঝড়ের বেগ।
অঝোর ধারায় বৃষ্টি নামে,
একটু পরেই বাদল থামে।
সূর্য কখন হারিয়ে গেছে,
নীল আকাশে চাঁদ উঠেছে।
তারার দল হাসছে দূরে,
জোছনা ঝরে মাটির ঘরে।