জ্যৈষ্ঠমাসের কড়া রোদে.... জল নাই পুকুরে
জ্যৈষ্ঠের ছড়া কবিতা ( চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

জ্যৈষ্ঠ মাসে রৌদ্র প্রখর,
প্রচণ্ড তাপ রবির কর।
আদুল গায়ে গাঁয়ের ছেলে,
বটের তলায় বসে খেলে।

গামছা কাঁধে পথিক দল,
দ্রুত হাঁটে পথ অবিরল।
গাঁয়ের বধূ কলসী কাঁখে,
দাঁড়িয়ে থাকে নদীর বাঁকে।

পাড়ার ছেলে ভর দুপুরে,
সাঁতার কাটে পদ্ম পুকুরে।
পদ্ম পুকুরে শীতল জল,
সিনান করে বধূ সকল।

পাড়ায় আছে ময়রা ভোলা,
বানায় পান্তুয়া রসগোল্লা।
দুপুর বেলায় শুয়ে থাকে,
ঘুমের সময় নাক ডাকে।

দুপুর রোদে মহিষগুলো,
আসছে ছুটে উড়িয়ে ধূলো।
গরু বাছুর পথের বাঁকে,
বটের তলায় শুয়ে থাকে।

ছয় বেহারা পালকি নিয়ে,
আসছে গাঁয়ে আদুল গায়ে।
উত্তপ্ত মাটি বালু কনায়,
হাঁটছে জোরে খালি পায়।

ঝড় উঠেছে নদীর কূলে,
পাখির বাসা হাওয়ায় দুলে।
আকাশ জুড়ে কালো মেঘ,
উঠলো বেড়ে ঝড়ের বেগ।

একটু পরেই ঝড় থামে,
অঝোর ধারায় বৃষ্টি নামে।
থেকে থেকে মেঘের গর্জন,
কবিতা লিখে কবি লক্ষ্মণ।