জ্যৈষ্ঠমাসের কড়া রোদে.... জল নাই পুকুরে
জ্যৈষ্ঠের ছড়া কবিতা ( তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

জ্যৈষ্ঠ মাসের রৌদ্র প্রখর,
তপ্ত মাটিতে রবির কর।
গগন মাঝে সূর্য জ্বলে,
ক্লান্ত পথিক পথ চলে।

গাঁয়ের বধূ দিঘির জলে,
সিনান করে ঘরে চলে।
কুকুরগুলো শুঁকছে মাটি,
জ্বলছে দূরে ইঁটের ভাটি।

বিকাল হলে বেলা পড়ে,
গাছ ভাঙে জ্যৈষ্ঠের ঝড়ে।
জ্যৈষ্ঠ মাসের দারুণ ঝড়ে,
আমের গাছে আম পড়ে।

নদীর কূলে নাইকো কেউ,
নদীর জলে বইছে ঢেউ।
ঝড় থামলে আঁধার হয়,
চাঁদ উঠলে আলোকময়।