জাগো নারী জাগো ..............জাগো তুমি বহ্নিশিখা
নারী জাগরণের জ্বলন্ত কবিতা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

জাগো নারী জাগো জাগো নারী জাগো
জাগো তুমি নারী বহ্নিশিখা,
জাগো মহামায়া জাগো ত্রিশূল-ধারিনী
ললাটেতে শোভে রক্তটিকা।

জাগো নারী জাগো.....

অসুরে অসুরে ছেয়ে আছে আজ বিশ্ব
সেই অসুরে করিতে সংহার,
তুমি মাগো শক্তি তুমি মাগো ভক্তি
শঙ্কা নাশ তুমি করো সবাকার।

জাগো নারী জাগো.....

জাগো নারী জাগো জাগো নারী জাগো
জাগো তুমি নারী বহ্নিশিখা,
জাগো মহামায়া জাগো ত্রিশূল-ধারিনী
ললাটেতে শোভে রক্তটিকা।

জাগো নারী জাগো.....

অমানিশা অন্ধকারে চলিছে নির্বিচারে
হত্যা, আর্তনাদ আর খুন,
জেগে ওঠো তুমি নারী জ্বালাও মশাল
দিকে দিকে জ্বলুক আগুন।

জাগো নারী জাগো.....

জাগো নারী জাগো জাগো নারী জাগো
জাগো তুমি নারী বহ্নিশিখা,
জাগো মহামায়া জাগো ত্রিশূল-ধারিনী
ললাটেতে শোভে রক্তটিকা।

জাগো নারী জাগো.....