জাগো নারী জাগো জাগো তুমি বহ্নিশিখা
নারী জাগরণের জ্বলন্ত কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শক্তিতে দুর্বার কবির কলম আর রমণীদের তরবারি,
শক্তি দিয়েছে ও সাহস দিয়েছে পুরুষের সাথে নারী।
এই বিশ্বের প্রগতি যা কিছু আজি সব রমণীদের দান,
তবু কেন আজি পায়না নারী উপযুক্ত রমণীর সম্মান।
রাত্রি অন্ধকারে বস্ত্র নেয় কেড়ে কলির দুঃশাসন যারা,
কোথা হে শ্রীকৃষ্ণ আগুয়ান হও ছুটে এসো আজি ত্বরা।
অসুরে অসুরে ছেয়ে আছে দেশ বধ করো কলির অসুর,
মহামায়া রূপে জাগো তুমি নারী শঙ্কা সবার করো দূর।
মরিছে অভয়ারা অভিমান নিয়ে পায় নাকো সুবিচার,
নারীর অপমান জাতির অপমান দিতে হবে অধিকার।
নারীর সম্ভ্রম ভুলুণ্ঠিত আজিকে ভুলিতে কভু না পারি,
জাগো তুমি মা ভীমা ভয়ঙ্করী ত্রিশূল ধরো গো নারী।
কি হবে করে মোমের মিছিল মিছিল কেন করো,
করি শঙ্কা দূর বধিবারে অসুর এবার ত্রিশূল ধরো।
নারীর সম্মান, দেশের সম্মান কেন করো অপমান,
নারীরা শক্তি মায়েদের জাতি কহিছে লক্ষ্মণ শ্রীমান।