জাগো নারী জাগো নারী তুমি বহ্নিশিখা
নারী জাগরণের জ্বলন্ত কবিতা-২ (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
মরেনি প্রিয়াংকা বেঁচে আছে সে সবার হৃদয় মাঝে,
ভাষাহীন তার চিত্কার আজ সবাকার হৃদয়ে বাজে।
কবিতার পাতায় বিদ্রোহ আজ নীরব কেন হে কবি?
সম্মুখে তব ওই অগ্নিদগ্ধ প্রিয়াংকাদের ভাসে ছবি।
কি হবে করে মোমের মিছিল, মিছিল কেন করো?
লাল আগুনের মশাল জ্বেলে ধিক্কারে ফেটে পড়ো।
আর দেরি নয় হয়েছে সময় ওঠো জেগে বিশ্ববাসী,
জয় করে আনো নতুন সকাল তিমির যামিনী নাশি।
প্রতিবাদের তুফান উঠুক, জেগে উঠুক সারা দেশ,
নিঃধর্ষক করো সারাবিশ্ব ধর্ষকদল হোক নিঃশেষ।
কহিছে প্রিয়াংকা নাহিক আশঙ্কা দগ্ধ হয়েছি জ্বলে,
আত্মা আমার পাবে চিরশান্তি দেশ ধর্ষকমুক্ত হলে।
দেখ চক্ষু মেলি জ্বলে কারা ঐ প্রিয়াংকা মায়ের দল,
প্রতিবাদের বিদ্রোহের আগুনে জ্বলে উঠুক দাবানল।
কবিতার পাতায় বিদ্রোহ আজি জাগো মহামায়ার দল
সবকিছু ভুলি থামাও আজিকে নারী মৃত্যু কোলাহল।