জাগো নারী জাগো (নারী জাগরণের চতুর্থ কবিতা)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

জাগো নারী জাগো প্রজ্বলিত হও দীপ্ত শিখায়,
বহ্নিশিখা হয়ে জাগো তুমি নারী এই বসুধায়।
দুনয়নে জ্বলুক রুদ্র অগ্নি জাগো ভারতের নারী,
করি শিরচ্ছিন্ন করো নিঃশ্চিহ্ন তুলে নাও তরবারি।

কি হবে করে মোমের মিছিল জ্বলে উঠুক মশাল,
আমিও তোমার সাথে নারী জেগে উঠুক মহাকাল।
দিকে দিকে জ্বলুক রুদ্র অগ্নি প্রতিশোধের দাবানল,
রাতের আঁধারে ত্রিশূল ধরো হে ধর্ষিতা নারীর দল।

সতী সাবিত্রীদের হরিছে রাবণ, বাংলার ঘরে ঘরে,
ওদের আঘাতে কত ফুলকলি অকালে গেছে ঝরে।
কলির দুঃশাসন, মানে না শাসন করিছে বস্ত্রহরণ,
কোথা হে কৃষ্ণ! আগুয়ান হও করো লজ্জা নিবারণ।

রাতের আঁধারে নারীদের ইজ্জত লুণ্ঠণ করিছে যারা,
দিনের আলোকে সাধুর বেশে দেশসেবা করে তারা।
দিকে দিকে চলে নারী-নির্যাতন শুনি তার কোলাহল,
মোছ আঁখিজল জ্বালো দুচোখে প্রতিশোধের দাবানল।