জাগো নারী জাগো জাগো তুমি বহ্নিশিখা
নারী জাগরণের জ্বলন্ত কবিতা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
জাগো নারী জাগো বহ্নি-শিখা সম
নাও তুলে জ্বলন্ত মশাল,
নিজেকে বাঁচিতে অপরে বাঁচাতে
ধরো হাতে ঢাল তরোয়াল।
জাগো নারী জাগো...
কি হবে করে আজি মোমের মিছিল
মিছিল কেন করো,
করি শঙ্কা দূর তূমি বধিবারে অসুর
এবার ত্রিশূল ধরো।
জাগো নারী জাগো...
জাগো তুমি নারী জাগো ভীমা ভয়ঙ্করী
হাতে ধরে নাও মা ত্রিশূল
ধর্ষকে ধর্ষকে আজি ভরেছে বসুধা তাই
অসুরদের করো মা নির্মুল।
জাগো নারী জাগো...
নারীর সম্মান, সে তো দেশের সম্মান
কেন করো তারেঅপমান,
নারীরা শক্তি তারা মায়েদের জাতি
কহিছে লক্ষ্মণ শ্রীমান।
জাগো নারী জাগো...