হেমন্তের গান (সমাপ্তি পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
কার্তিকে ধানের খেতে কান্না শুনি কান পেতে
বন্ধ্যা জমি করে হাহাকার,
জমিতে হয়নি ধান অজয়ে আসেনি বান
চোখে জল ঝরে সবাকার।
এ বছর হয়নি চাষ অসুস্থ কার্তিক মাস
মাঠে আজ নেই সোনা ধান,
অন্ন নাই কারো ঘরে চাষী হাহাকার করে
এক মুঠো অন্ন করো দান।
বিবর্ণ সবুজ মাঠ রুক্ষ অজয়ের ঘাট
কৃষকের ঘরে অন্ন নাই,
আজি নবান্নের উৎসব নাহি কোন কলরব
শুধু এক মুঠো অন্ন চাই।
এ বর্ষ হয়নি ধান চাষীদের লোকসান
সবার নয়নে ঝরে জল,
কার্তিকেতে ধান পাকে গোলাভরা ধান থাকে
থেমে গেল সব কোলাহল।
অনাবৃষ্টি আর খরা কাঁদিতেছে বসুন্ধরা
সবুজের ব্যর্থ অভিযান,
সবারে করি আহ্বান করো বস্ত্র অন্নদান
কাব্য লিখে লক্ষ্মণ শ্রীমান।