হেমন্তের গান (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
আশ্বিনের শেষে কার্তিকের মাসে
ধান পাকে মাঠে মাঠে,
সকাল বেলায় চাষীরা সবাই
গান গেয়ে ধান কাটে।
রাঙাপথ ধরে চলিছে মন্থরে
ধানের বোঝাই গাড়ি,
সোনা ধান কাটি বাঁধি সব আঁটি
ধান নিয়ে চলে বাড়ি।
নয়ন দিঘিতে শালুক ফুটেছে
অপরূপ শোভা পায়,
রাঙাশাড়ি পরা গাঁয়ের বধূরা
জল নিয়ে ঘরে যায়।
অজয়ের ঘাটে ক্রমে বেলা কাটে
নামে সাঁঝের আঁধার,
দিবা অবসান লক্ষ্মণ শ্রীমান
লিখে কবিতায় তার।