হেমন্তে পরশ লাগে .... হৃদয়ে পুলক জাগে
হেমন্তের কবিতামালা (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

হেমন্ত আসিল যবে ধান কাটে চাষী সবে
মাঠ ফলে সোনার ফসল,
ধানের বোঝাই গাড়ি ধান নিয়ে চলে বাড়ি
ব্যস্ত কাজে চাষীদের দল।

মাটি লেপা আঙিনায় ধান ঝাড়ে চাষীভাই
ধান ঝেড়ে রাখে গোলা ভরে,
রাত কেটে ভোর হলে খড় ঘুঁটে কাঠ জ্বেলে
উনুনেতে ধান সিদ্ধ করে।

চাষীবধূ ধান ভানে দোলা দেয় প্রাণে প্রাণে
নবান্নের উত্সব ঘরে ঘরে,
বসি সবে আঙিনায় দই চিঁড়ে খই খায়
পিঠে খায় সবে পেট ভরে।

সাঁঝ হলে তারা ফুটে ঢেঁকি পেতে ধান কুটে
শীতের পরশ লাগে গায়,
নবান্নের নব ছবি হেরিয়া লক্ষ্মণ কবি
লিখে রাখে তার কবিতায়।