হেমন্তে পরশ লাগে .... হৃদয়ে পুলক জাগে
হেমন্তের কবিতামালা (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

আজি হেমন্ত প্রভাতে চাষীরা লয়ে কাস্তে
মাঠে চলে কাটিবারে ধান,
নতুন সকাল হয় হিমেল হাওয়া বয়
শুনি প্রভাত পাখির গান।

উঠিল অরুণ রবি সোনালী কিরণ ছবি
পূবের আকাশ হয় লাল,
গাই গরু মোষ নিয়ে হাঁটে রাঙাপথ দিয়ে
মাঠে চলে গাঁয়ের রাখাল।

হেমন্তে ধানের খেতে সমীরণ উঠে মেতে
ধান কেটে আঁটি বাঁধে চাষী,
চাষীর খামার খোলা উঠোনে ধানের গোলা
গোলাভরা ধান রাশি রাশি।

ঘরে ঘরে কলরব নবান্নের উত্সব
রাঁধে কত সুস্বাদু ব্যঞ্জন,
প্রাণে প্রাণে জাগে সাড়া মেতে উঠে চাষীপাড়া
লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।