হেমন্তে পরশ লাগে .... হৃদয়ে পুলক জাগে
হেমন্তের কবিতামালা (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

পূবেতে উঠিল রবি হেমন্তের নব ছবি
তরুশাখে পাখিসব গায়,
শীতল সমীর বয় নতুন সকাল হয়
সোনা রোদ ঝরে আঙিনায়।

নিশির শিশির ঝরে সবুজ ঘাসের পরে
হিমের পরশ লাগে গায়ে,
ধান নিয়ে গরুগাড়ি রাঙাপথে সারি সারি
ছুটে চলে বাঁশবন বাঁয়ে।

করে কত কলরব এ গাঁয়ের চাষী সব
সারাদিন মাঠে কাটে ধান,
সারাদিন কাজ করে সাঁঝ হলে ফিরে ঘরে
সুরে গায় হেমন্তের গান।

নদীর ঘাটের কাছে প্রাচীন বটের গাছে
পাখিসব নিত্য করে খেলা,
কিরণ ছড়ায় রবি লিখিল লক্ষ্মণ কবি
নদীঘাটে পড়ে আসে বেলা।