হেমন্তে পরশ লাগে .... হৃদয়ে পুলক জাগে
হেমন্তের কবিতামালা (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
হেমন্তের সোনাধান কাটে চাষী গেয়ে গান
ঘরে ঘরে নবান্ন উত্সব,
আঙিনায় রাখি পিঁড়ে বসে খায় দই চিঁড়ে
হাসি, গান আর কলরব।
মাটি লেপা আঙিনায় সুন্দর আলপনায়
দেখে লাগে অতি মনোহর,
বসে সবে আঙিনায় কলাপাতে ভাত খায়
সুস্বাদু ব্যঞ্জন অতঃপর।
অজয়ের নদীচরে সোনা রোদ পড়ে ঝরে
চাষীসব মাঠে ধান কাটে,
রাঙাপথে সারি সারি দ্রুত ধায় গরুগাড়ি
যাত্রীসব নামে নদীঘাটে।
রবিবারে হাট বসে হাটুরেরা দর কষে
বেচাকেনা সারাদিন ধরে,
অস্তাচলে ঢলে রবি দেখিয়া লক্ষ্মণ কবি
লিখে রাখে কবিতার পরে।