হেমন্তে পরশ লাগে .... হৃদয়ে পুলক জাগে
হেমন্তের কবিতামালা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
হিমের পরশ লাগে প্রভাত পাখিরা জাগে
সোনাধানে মাঠ আছে ভরে,
চাষীসব দলে দলে কাস্তে হাতে মাঠে চলে
এ গাঁয়ের রাঙাপথ ধরে।
চাষীগণ ধান কাটে সারাদিন মাঠে মাঠে
কাটা ধান রাখে সারি সারি,
সেই ধান আঁটি বাঁধে তারপরে লয়ে কাঁধে
করে বোঝাই গরুর গাড়ি।
উঠোনে ধানের গোলা বাড়ির খামার খোলা
গোবরে নিকানো আঙিনায়,
কাঠের আগুন জ্বলে পাকা ধান সিদ্ধ হলে
চাষীর বধূ ধান শুকায়।
ধান কাটা হলে সারা জেগে উঠে চাষীপাড়া
নবান্ন উত্সব ঘরে ঘরে,
লিখিল লক্ষ্মণ কবি হেমন্তের নব ছবি
লিখে কবি কবিতার পরে।