হেমন্তে পরশ লাগে .... হৃদয়ে পুলক জাগে
হেমন্তের কবিতামালা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

হেমন্তের গান গেয়ে চাষী চলে ডিঙি বেয়ে
নদীপারে মাঠে কাটে ধান,
রাখাল বাজায় দূরে বাঁশি রাখালিয়া সুরে
মেতে উঠে সবাকার প্রাণ।

হিমের পরশ লাগে সবার পুলক জাগে
চাষী গায় হেমন্তের গান,
ধান কেটে আঁটি বাঁধে তারপরে লয়ে কাঁধে
চাষী ঘরে নিয়ে যায় ধান।

ধান কাটে চাষী ভোলা আঙিনায় ভরে গোলা
হয় নবান্নের উত্সব,
আঙিনায় রাখি পিঁড়ে নতুন ধানের চিঁড়ে
বসে খায় করে কলরব।

বসে সবে আঙিনায় কলার পাতায় খায়
অন্ন আর সুস্বাদু ব্যঞ্জন,
নবান্ন সবার ঘরে খায় সবে পেট ভরে
কহে কবি ভাণ্ডারী লক্ষ্মণ।