হেমন্তে পরশ লাগে .... হৃদয়ে পুলক জাগে
হেমন্তের কবিতামালা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
আঁধারের রাতি ঘুচে অন্ধকার দিল মুছে
পূবে রবি ছড়ায় কিরণ।
হেমন্তের রবি উঠে ফুলবনে ফুল ফুটে
বিহগের মধুর মিলন।
তরুশাখে গাহে পাখি কিচিমিচি করে ডাকি
হেমন্তের রজনী প্রভাতে,
মাঠে পাকে সোনা ধান মেতে উঠে চাষী প্রাণ
চাষী মাঠে চলে কাস্তে হাতে।
প্রাণে প্রাণে জাগে সাড়া জেগে উঠে চাষীপাড়া
ঘরে ঘরে নবান্নের উত্সব,
বসে সবে আঙিনায় কলার পাতায় খায়
হাসি খুশি আর কলরব।
সারি সারি গরুগাড়ি ধান নিয়ে চলে বাড়ি
প্রভাতে উঠিল সোনা রবি,
গেয়ে হেমন্তের গান চাষীসব কাটে ধান
কাব্য লিখিল লক্ষ্মণ কবি।