হেমন্তে পরশ লাগে .... হৃদয়ে পুলক জাগে
হেমন্তের কবিতামালা (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

মাঠে পাকে সোনা ধান গেয়ে হেমন্তের গান
কৃষকেরা মাঠে ধান কাটে,
নতুন সকাল হয় অজয় তটিনী বয়
সোনা রোদ ঝরে নদীঘাটে।

ধানের বোঝাই গাড়ি ধান নিয়ে চলে বাড়ি
খামারেতে রাখে সেই ধান,
খামারে ধান ঝাড়াই হয় ধানের মাড়াই
কৃষকের পুলকিত প্রাণ।

পবিত্র কার্তিক মাসে নবান্ন উত্সব আসে
ঘরে ঘরে হাসি কলরবে,
প্রাণে প্রাণ জাগে সাড়া জেগে উঠে চাষীপাড়া
মেতে উঠে চাষীভাই সবে।

একতারা হাতে নিয়ে বাউলেরা গান গেয়ে
নদীজলে পার হয়ে যায়,
হেমন্তের কাব্যগান লিখে লক্ষ্মণ শ্রীমান
লিখে কবি তার কবিতায়।