হেমন্তে পরশ লাগে .... হৃদয়ে পুলক জাগে
হেমন্তের কবিতামালা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

হেমন্তে পরশ লাগে তরুশাখে পাখি জাগে
শুনি প্রভাত পাখির গান,
শীতল সমীর বয় নতুন সকাল হয়
পুলকিত সবাকার প্রাণ।

চাষীসব মাঠে মাঠে কাস্তে নিয়ে ধান কাটে
ঘরে ফেরে সাঁঝের বেলায়,
রাঙাপথে সারি সারি চলিছে গরুর গাড়ি
মাঠ হতে ধান নিয়ে যায়।

নতুন চালের পিঠে খেতে লাগে খুব মিঠে
চিঁড়া দই খায় পেট ভরে,
বসে সবে আঙিনায় কলাপাতে ভাত খায়
নবান্ন উত্সব ঘরে ঘরে।

অজয়ের নদীচরে সোনাঝরা রোদ ঝরে
রাখাল বাজায় বাঁশি দূরে,
শুনি হেমন্তের গান লিখে লক্ষ্মণ শ্রীমান
কবি গায় কবিতার সুরে।