হেমন্তে পরশ লাগে .... হৃদয়ে পুলক জাগে
হেমন্তের কবিতামালা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
হেমন্তে পরশ লাগে হৃদয়ে পুলক জাগে
মাঠে মাঠে পাকে সোনা ধান,
চাষীগণ চলে মাঠে সারাদিন ধান কাটে
আনন্দিত সবাকার প্রাণ।
ধান কাটে আঁটি বাঁধে তারপরে লয়ে কাঁধে
বোঝাই করে গরুর গাড়ি,
পার হয়ে নদীঘাট পার হয়ে কত মাঠ
ধান লয়ে চলে নিজ বাড়ি।
হেমন্তে ধানের খেতে সমীরণ উঠে মেতে
নিশির শিশির ঝরে ঘাসে,
শীতল সমীর বয় নতুন সকাল হয়
পূর্বাকাশে সোনা রবি হাসে।
গাঁয়ের বধূরা সবে হাসি গান কলরবে
আনন্দে ঢেঁকিতে ভানে ধান,
সারাগাঁয়ে পড়ে সাড়া জেগে উঠে চাষীপাড়া
লিখে কবি লক্ষ্মণ শ্রীমান।