হেমন্তের ধানখেতে সমীরণ উঠে মেতে
মাটে মাঠে পাকে সোনা ধান,
কৃষকেরা মাঠে মাঠে সারাদিন ধান কাটে
আঁটি বাঁধে গায় সুরে গান।


হাসি গান কলরবে মাতে সবে উত্সবে
নবান্নের উত্সব ঘরে ঘরে,
বসি সবে একসাথে অন্ন খায় কলাপাতে
সুস্বাদু ভোজনে পেট ভরে।


কাঠের নতুন পিঁড়ে তাতে বসি খায় চিঁড়ে
সাথে থাকে দুধ আর গুড়,
বসে সবে আঙিনায় মুড়কির মোয়া খায়
আর খায় নাড়ু মোতিচুর।


ফুটফুটে জোছনায় চাঁদ তারা হাসে গায়
মাদল বাজায় কারা বনে,
অজয় নদীর ঘাটে নিশুতি রজনী কাটে
বহে নদী আপনার মনে।