হেমন্তের আগমন (প্রকৃতির কবিতা)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শরতের শেষে হৈমন্তীর বেশে
হেমন্তের আগমন,
প্রভাতী হাওয়া প্রাণে দেয় দোলা
মেতে উঠে প্রাণ মন।
যেদিকে তাকাই দেখিবারে পাই
মাঠে মাঠে পাকে ধান,
আকাশে বাতাসে সুর ভেসে আসে
শুনি হেমন্তের গান।
গাঁয়ের রাখাল নিয়ে গরুপাল
বাঁশি হাতে চলে মাঠে,
প্রভাত বেলায় চাষী মাঠে যায়
মাঠে মাঠে ধান কাটে।
বাজে বাঁশি দূরে রাখালিয়া সুরে
হেমন্তের আগমন,
হেমন্তের গানে দোলা দেয় প্রাণে
লিখে কবি শ্রীলক্ষ্মণ।