হারিয়ে যাওয়া ভালবাসা ( ভালবাসার কবিতা)
কলমে কবি লক্ষ্মণ ভাণ্ডারী


হারিয়ে যাওয়া ভালবাসা
ঝরে পড়া গোলাপ ফুলের মত,
হারিয়ে যাওয়া ভালবাসা
জীবনের নীরব অভিমান যত।


হারিয়ে যাওয়া ভালবাসা
ঝরে পড়া পাতার মর্মর ধ্বনি,
হারিয়ে যাওয়া ভালবাসা
আলো হারা অন্ধকারের খনি।


হারিয়ে যাওয়া ভালবাসা
নদীতে হারানো চুনী আর পান্না।
হারিয়ে যাওয়া ভালবাসা
হৃদয়ে জমানো ব্যথা আর কান্না।


হারিয়ে যাওয়া ভালবাসা
কেড়ে নেয় ঘুম সারা রাতের।
হারিয়ে যাওয়া ভালবাসা
ব্যথা ও বেদনা হৃদয় মাঝের।


হারিয়ে যাওয়া ভালবাসা
নিভে যাওয়া প্রদীপের শিখা।
হারিয়ে যাওয়া ভালবাসা
অশ্রুজলে প্রিয়ার ছবি আঁকা।


হারিয়ে যাওয়া ভালবাসা
পারে না মেটাতে কারো আশা,
জীবননদীর বালুচরে কাঁদে
হারিয়ে যাওয়া ভালবাসা !!!