গাঁয়ে আছে ছোট ঘর .........সীমানায় নদীচর
আমার গাঁয়ের কবিতাগুচ্ছ (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
আমার গাঁয়ের মাটি সুজলা সুফলা খাঁটি
এই গ্রাম মোর জন্মভূমি,
গাঁ আমার মা আমার এই গ্রাম সবাকার
মাটি মাকে সতত প্রণমি।
রাঙাপথে তরুছায়, রাখাল বাঁশি বাজায়
বাজে বাঁশি রাখালিয়া সুরে,
আমবন পাশ দিয়ে মাথায় বোঝাই নিয়ে
হাটে চলে যতেক হাটুরে।
তালগাছ সারি সারি খেজুর আর সুপারি
শালবন আছে তার পাশে,
রাঙাপাড় শাড়ি পরে সোজা রাঙাপথ ধরে
রাঙাবধূ জল নিতে আসে।
নয়ন দিঘির পাড়ে ছাতিম গাছের আড়ে
ডালে তার ফিঙে পাখি নাচে,
রাঙাপথে চলে গাড়ি দূর গাঁয়ে দেয় পাড়ি
অজয়ের নদীঘাট কাছে।
অজয় নদীর ঘাটে সারাদিন বেলা কাটে
দিবসের হয় অবসান,
আকাশেতে চাঁদ উঠে লক্ষ লক্ষ তারা ফুটে
লিখে কবি লক্ষ্মণ শ্রীমান।