গাঁয়ে আছে ছোট ঘর .........সীমানায় নদীচর আমার গাঁয়ের কবিতাগুচ্ছ (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
আমাদের ছোট গাঁয়ে আমবন আছে বাঁয়ে
আম শাখে কোকিলেরা গায়,
ছোট গাঁয়ে ছোট ঘর দূরে অজয়ের চর
সোনা রবি কিরণ ছড়ায়।
গাঁয়ে আছে ছোট দিঘি করে জল ঝিকি মিকি
সোনা রোদ ঝরে দিঘিজলে,
কালো দিঘি জলে তার হাঁসেরা কাটে সাঁতার
হাঁসগুলি মাতে কোলাহলে।
রাঙাপাড় শাড়ি আসে রাঙাপথ ধরে
রাঙাবধূ আসে নদীঘাটে,
নদীজলে স্নান করে জল নিয়ে চলে ঘরে
ছেলেরা জলে সাঁতার কাটে।
রাঙাপথে সারি সারি চলে কত গরুগাড়ি
দূরে কাঁকন তলার মাঠ,
ক্যাচ কোঁচ শব্দ করে আসে রাঙাপথ ধরে
আসে শেষে অজয়ের ঘাট।
দিবসের অবসানে সূর্য পশ্চিমের পানে
ধীরে ধীরে আলোক লুকায়,
লক্ষ্মণ ভাণ্ডারী কবি গাঁয়ের সুন্দর ছবি
আঁকে কবি তাঁর কবিতায়।