গাঁয়ে আছে ছোট ঘর .........সীমানায় নদীচর
আমার গাঁয়ের কবিতাগুচ্ছ (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

ছায়াঘেরা মোর গ্রাম সুখ স্মৃতি স্বর্গধাম
ছোট গাঁয়ে মাটির কুটির,
মাটিতে নিকানো ঘর চালেতে ছাওয়া
খড় আঙিনায় মাটির প্রাচীর।

আমাদের ছোট গাঁয়ে তালবন আছে বাঁয়ে
পাশে তার আছে আমবন,
আমবনে আমশাখে বসন্তে কোকিল ডাকে
কুহুতানে ভরে উঠে মন।

ছোট এক দিঘি আছে বধূরা কাপড় কাচে
কেহবা দিঘিতে স্নান করে,
গাঁয়ের পথের বাঁকে কেহবা দাঁড়িয়ে থাকে,
বধূ জল নিয়ে যায় ঘরে।

আষাঢ়ে বাদল নামে আমাদের এই গ্রামে
খেত মাঠ জলে ভরে যায়,
লিখিল লক্ষ্মণ কবি বর্ষা আগমনী ছবি
লিখে কবি তার কবিতায়।