গাঁয়ে আছে ছোট ঘর .........সীমানায় নদীচর
আমার গাঁয়ের কবিতাগুচ্ছ (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
ছোট গাঁয়ে ছোট ঘর সীমানায় নদীচর
সবুজের সমারোহ গাঁয়ে,
আমবন জামবন আছে কাঁঠালের বন
তাল খেজুরের বন বাঁয়ে।
গায়ে আছে আমবন ও দূরে আম্র কানন
সবুজের ছায়া ঘেরা গ্রাম
আমার গায়ের মাটি সুজলা সুফলা মাটি
গ্রাম মোর সুখ ও সর্বধাম।
ছাড়িয়া সবুজ মাঠ সোজা পথ নদীঘাট
সীমানায় নদী এক আছে
অজয় নদীর জল বয়ে চলে কল কল
শালবন নদী ঘাটে কাছে।
আমাদের ছোট গায়ে রাঙা পথ আছে বাঁয়ে
এই দুই ধারে খেজুরের গাছে
বাধা আছে মাটি হাড়ি, তারি পরে গাছে চড়ি
ছোট গায়ে ছোট দিঘি আছে।
সাঁঝের আঁধার নামে আমাদের এই গ্রামে
নববধূ প্রদীপ জ্বালায়,
মন্দিরে আরতি হয় লক্ষ্মণ ভাণ্ডারী কয়
লিখে কবি তাঁর কবিতায়।