গাঁয়ে আছে ছোট ঘর .........সীমানায় নদীচর
আমার গাঁয়ের কবিতাগুচ্ছ (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
ছোট গাঁয়ে ছোট ঘর সীমানায় নদীচর
সবুজের সমারোহ গাঁয়ে,
আমবন জামবন আছে কাঁঠালের বন
তাল খেজুরের বন বাঁয়ে।
প্রভাত পাখিরা ডাকে রাঙাপথে তরুশাখে
সোনা রবি কিরণ ছড়ায়,
গাঁয়ে রাঙাপথ ধরে বধূ রাঙাশাড়ি পরে
দিঘি হতে জল নিয়ে যায়।
সবুজ তরুর ছায়ে আছে আমাদের গাঁয়ে
রাঙাপথে তালগাছ সারি,
শীতল সমীর বয় নতুন সকাল হয়
রাঙাপথে ছুটে গরুগাড়ি।
ফুলবনে ফুল ফুটে মধুকর আসি জুটে
ফুলে মধু করে আহরণ,
পূবদিকে রাঙা রবি আঁকিল রঙিন ছবি
চারিদিকে ছড়ায় কিরণ।
সাঁঝের আঁধার নামে আমাদের এই গ্রামে
নববধূ প্রদীপ জ্বালায়,
মন্দিরে আরতি হয় লক্ষ্মণ ভাণ্ডারী কয়
তারা ফুটে আকাশের গায়।