গাঁয়ে আছে ছোট ঘর .........সীমানায় নদীচর
আমার গাঁয়ের কবিতাগুচ্ছ (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁয়ে আছে ছোট ঘর আছে অজয়ের চর
দুইধারে তালগাছ সারি,
ভোরে সকাল হতে এ গাঁয়ের রাঙাপথে
সারি সারি চলে গরুগাড়ি।
ফুলবনে ফুল ফুটে পূবে সোনা রবি উঠে
মাটির পাঁচিলে বসে কাক,
কভু কা কা করে ডাকে আঙিনায় থেকে থেকে
করে সারাদিন হাঁক ডাক।
পূবে রোজ রবি উঠে ফুল বনে ফুল ফুটে
রাঙাপথে নিয়ে গরুপাল,
প্রত্যহ প্রভাত হলে গরু নিয়ে মাঠে চলে
বাঁশি হাতে গাঁয়ের রাখাল।
গাঁয়ের পথের বাঁকে বধূরা দাঁড়িয়ে থাকে
স্নান করে নিয়ে যায় জল,
নয়ন দিঘির জলে মরাল মরালী চলে
সারাদিন করে কোলাহল।
আমাদের ছোট গ্রাম সুখ শান্তি স্বর্গধাম
উত্তরে অজয় বহমান,
কহে ভাণ্ডারী লক্ষ্মণ গাঁয়ের সবাই আপন
লিখে কবি লক্ষ্মণ শ্রীমান।