গাঁয়ে আছে ছোট নদী নামটি অজয়,
গাছে গাছে ডাকে পাখি সমীরণ বয়।
সকালে সোনার রবি উঠিল যখন,
নদীতটে আসে ছুটে যত যাত্রীগণ।
গাঁয়ের মাঝিরা সব নৌকা আনে ঘাটে,
সারাদিন খেয়া বায় সেথা দিন কাটে।
সাঁঝের সময় হলে আসে ফিরে ঘরে,
নৌকাখানি রাখে বেঁধে অজয়ের চরে।
অজয়ের নদী ঘাটে দিবা অবসানে,
সাঁঝের সানাই বাজে সুমধুর তানে।
বাসায় বাসায় ফেরে সব পাখিগণ,
পাখিদের কলতানে ভরে উঠে মন।
আমাদের ছোট গাঁয়ে অজয়ের চরে,
চাঁদের জোছনারাশি নদীজলে ঝরে।