গাহি সাম্যের জয়গান (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
গাহি সাম্যের জয়গান,
ছোট আর বড় কেহ নয়, আমি বলি সবাই সমান।
জাতি আর ধর্ম ধুয়ে জাতি ধর্ম পড়ে নুয়ে
নাহি কর জাতির বিচার,
হিন্দু ও মুসলমান বৌদ্ধ জৈন ও খ্রিষ্টান
জাতি আর ধর্ম সবাকার।
গাহি সাম্যের জয়গান,
সবার সেরা মানব ধর্ম সবার উপরে তার স্থান।
জাতি ধর্ম বড় নয় সকলেই বড় হয়
আপন কল্যাণ-পূত কর্মে,
মানব প্রেমিক যেবা করে মানবের সেবা
সেই বড় জাতি আর ধর্মে।
গাহি সাম্যের জয়গান,
মানব সেবা শ্রেষ্ঠ সেবায় হয় জগতের কল্যাণ।
উচ্চ নিম্ন ভেদ জ্ঞান জাতি ধর্ম ম্রিয়মান
ধর্মের উদ্দেশ্য তাহা নয়,
জীবজ্ঞানে শিবসেবা করয়ে মানব যেবা
ধর্মে কর্মে সেই বড় হয়।
গাহি সাম্যের জয়গান,
জাতি ও ধর্ম ভেদ কিছু নাই একজাতি একপ্রাণ।
ঈশ্বর মানব বেশে ভ্রমিতেছে দেশে দেশে
চিনিতে পার কি কভু তারে,
জাতি ধর্ম নাহি ধর মানবের সেবা কর
ঈশ্বর এসেছে তব দ্বারে।
গাহি সাম্যের জয়গান,
মানব সেবা ঈশ্বর সেবা তুষ্ট হয় ভগবান।
জাতি ধর্ম নির্বিশেষে মানবের পাশে এসে
গাও মানবের জয়গান,
ভুলি জাতি বর্ণ ধর্ম করহ আপন কর্ম
কহে কবি লক্ষ্মণ শ্রীমান।
গাহি সাম্যের জয়গান,
মানব সেবা কল্যাণ কর্মে নিবেদিত কর প্রাণ।