গাহি নারীদের জয়গান (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
গাহি নারীদের জয়গান,
নারীরা রত্ন দেশের মণি দাও তাদের সম্মান।
নারীর বন্দনা সারা বিশ্বজুড়ে,
নারীরা উঠিছে হিমালয় চূড়ে,
আসমুদ্র হিমাচল গাহে জয়গান নারীরা জাতির মান।
গাহি নারীদের জয়গান,
নারীরা দেশের জাতির গৌরব দাও তাদের সম্মান।
গৃহকোণে ছিল যাহারা বন্দিনী,
আজিকে তাহারা সশস্ত্র সেনানী,
যুঝিছে নারী শত্রুর সাথে নারীরা দাগিছে কামান।
গাহি নারীদের জয়গান,
নারীরা দেশের জাতির গৌরব দাও তাদের সম্মান।
নারীরা ডাক্তার নারীরা শিক্ষিকা,
বিশ্ব বিদ্যালয়ে নারী অধ্যাপিকা,
নারীরা সেবিকা বিমান চালিকা উড়াইছে বায়ুযান।
গাহি নারীদের জয়গান,
নারীরা শক্তি মায়ের জাতি দাও তাদের সম্মান।
এসো এসো নারী দুহস্ত প্রসারি,
ছাড়ি হাতা খুন্তি ধরো তরবারি,
দু’চোখে জ্বলুক দ্রোহের দাবাগ্নি তেজে হও মহীয়ান।
গাহি নারীদের জয়গান,
নারীরা বিদ্রোহী তপ্ত বহ্নিশিখা, দাও তাদের সম্মান।
রণহুংকারে জেগে ওঠো নারী,
কাঁপিয়া উঠুক বিশাল ধরিত্রী,
দানব দলনী মা অসুর সংহারী নাও তুলে ধনুর্বান।
গাহি নারীদের জয়গান,
নারীরা শক্তি দেবী প্রতিমা, পুষ্প অর্ঘ্য করো দান।
নারীরা শক্তি জাতির ঐক্য গাহি তাহাদের জয়গান।