গাহি মানুষের জয়গান

কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী



গাহি মানুষের জয়গান,

মানুষই সুর মানুষই অসুর, মানুষই ভগবান।



মানুষের সেবা করলে পরে

সন্তুষ্ট হন ভগবান।

মানুষই সভ্য মানুষই অসভ্য

মানুষই যে শয়তান।



গাহি মানুষের জয়গান,

মানুষ সত্য মানুষ মিথ্যা, মানুষই ভগবান।



মানুষকে তুই ভালবাস ওরে

মানুষের সেবা কর।

মানুষে মানুষে সবাই আপন

কেউ তো নহে পর।



গাহি মানুষের জয়গান,

মানুষ স্বর্গ মানুষ মর্ত্য, মানুষই ভগবান।



ঊষর মরুতে চালায় লাঙল,

মাটিতে ফলায় ধান,

চারদিকে দেখি সবুজ ধানখেত

সবুজের অভিযান।



গাহি মানুষের জয়গান,

মানুষ কর্ম মানুষ ধর্ম, মানুষই ভগবান।



রোদ্রে পুড়ে জলে ভিজে

সারাদিন করে কাজ,

মাটিতে ফলায় সোনার ফসল

উপবাসী তারা আজ।



গাহি মানুষের জয়গান,

মানুষ কর্ম মানুষ ধর্ম, মানুষই ভগবান।





মাথার ঘাম পায়ে ফেলে

যারা অন্ন করে দান,

তারাই মানুষ তারাই দেবতা

তারাই যে ভগবান।



গাহি মানুষের জয়গান,

মানুষ শত্রু মানুষ মিত্র, মানুষই ভগবান।



মানুষে মানুষে ভেদাভেদ গড়ে

মানুষ সেজেছে শয়তান,

মানুষের বুকে ছুরি মারে ওরা

মানুষ হইতে সাবধান।



গাহি মানুষের জয়গান,

মানুষ হল আপন ভাই, পরমপিতার সন্তান।



গাহি মানুষের জয়গান,

মানুষ পর মানুষ আপন, মানুষই ভগবান।