গাহি মানবের গান (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
গাহি মানবের গান,
মানবের মাঝে সতত বিরাজে সদা শ্বাশত ভগবান।
ঊষর মরুর বুক চিরে যারা
চালায় লোহার লাঙল,
রোদে পুড়ে আর জলে ভিজে যারা
ফলায় সোনার ফসল।
তারাই মানব, তারাই দেবতা গাহি তাদের জয়গান,
মানবের মাঝে নিয়ত বিরাজে ওই জাগ্রত ভগবান।
গাহি মানবের গান,
মানবের মাঝে সতত বিরাজে সদা শ্বাশত ভগবান।
কেটেছে অরণ্য গড়েছে নগর
বিশাল ধরিত্রী মাঝারে,
সাগর সেঁচিয়া এনেছে মুকুতা
ডুবিয়া অকূল পাথারে।
তারাই মানব তারাই দেবতা, করহ তাদের সম্মান।
তাদের মাঝারে বিরাজে ঈশ্বর মানবের ঐ ভগবান।
গাহি মানবের গান,
মানবের মাঝে সতত বিরাজে সদা শ্বাশত ভগবান।
কেটেছে পাহাড় কুড়ায়ে পাথর
গড়েছে যে পথ বন্ধুর,
বিজনে নগরে অট্টালিকা গড়ে
তারাই মানব ঠাকুর।
গাহি মানবের গান,
মানবের মাঝে সতত বিরাজে সদা শ্বাশত ভগবান।
মানবের তরে যুগ যুগ ধরে
ঝরেছে যাদের ঘাম,
তারাই আজিকে জাতির দেবতা
গাহি তার জয়গান।
গাহি মানবের গান,
মানবের মাঝে সতত বিরাজে সদা শ্বাশত ভগবান।