গাছের ছায়ায় ঘেরা ছোট মোর গ্রাম,
রাখাল বাজায় বাঁশি ভরে চিত্ত প্রাণ।
গাঁয়ের মাটিতে ফলে সোনার ফসল,
গাঁয়ের দিঘিতে ফোটে কুমুদ কমল।
গাঁয়ে আছে ছোটঘর ছোট ছোট পাখি,
প্রভাত সময়ে ওঠে কিচি মিচি ডাকি।
গাঁয়ের পথেতে রোজ চলে গোরুগাড়ি,
আম কাঁঠালের গাছ আছে সারি সারি।
অজয় নদীর ধারা, বয়ে চলে যায়,
তরী বেয়ে চলে মাঝি ভাটিয়ালি গায়।
নদী তটে আছে বসে ধবল বলাকা,
শঙ্খচিল চলে উড়ে মেলে দিয়ে পাখা।
গাছের ছায়ায় ঘেরা ছোট গ্রামখানি,
গাঁয়ের মাটিকে বড় ভালবাসি আমি।