ফাগুনে ফুল ফুটে.... গগনে রবি উঠে
ফাগুনের কবিতা (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

নব নব সাজে বসুধার মাঝে
বসন্তের আগমন,
গোলাপ বকুল পলাশ শিমূল
কুসুমিত ফুলবন।

এসেছে ফাগুন হৃদয়ে আগুন
দেহে মনে রং লাগে,
আম্রতরু শাখে কোকিলেরা ডাকে
প্রভাত পাখিরা জাগে।

যত ফুলকলি ফুটিল সকলি
ধেয়ে আসে অলিদল,
বাজে বাঁশি সুরে শালবন দূরে
কারা বাজায় মাদল।

অজয়ের চরে সারাদিন ধরে
শালিকেরা করে খেলা,
অজয়ের ঘাটে সূর্য বসে পাটে
পড়ে আসে যবে বেলা।

বেলা নাই আর নামিল আঁধার
নদীর ঘাট নির্জন,
রাতের আকাশে চাঁদ তারা হাসে
লিখিল কবি লক্ষ্মণ।