ফাগুনে ফুল ফুটে.... গগনে রবি উঠে
ফাগুনের কবিতা (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
ফাগুন আসিল কোকিল গাহিল
শুনি কোকিলের গান,
ফুল ফুটে বনে কুসুম কাননে
জাগিয়া উঠিল প্রাণ।
বসন্ত পবনে স্নিগ্ধ সমীরণে
কুসুম ফুটিল মেলা,
ফুলে মধু খায় কেহবা ঘুমায়
মধুকর সারাবেলা।
রাখালিয়া সুরে বাঁশি বাজে দূরে
শাল পলাশের বনে,
পলাশ শিমূল ফুটে কত ফুল
বসন্তের আগমনে।
মহুলের বনে আদিবাসীগণে
মহুয়ার নেশা করে,
মাদল বাজায় কেহ গান গায়
নাচে সারাদিন ধরে।
অজয়ের ঘাটে সূর্য বসে পাটে
দিন হয় অবসান,
ডুবিল সবিতা লিখিল কবিতা
লক্ষ্মণ কবি শ্রীমান।