ফাগুনে ফুল ফুটে.... গগনে রবি উঠে
ফাগুনের কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

ফাগুন আসিল কুসুম ফুটিল
হৃদয়ে পুলক জাগে,
ফুটেছে বকুল পলাশ শিমূল
দেহে মনে রং লাগে।

পূরব গগনে অরুণ কিরণে
সোনারবি দেয় আলো,
কৃষ্ণচূড়া আর লাল রাধাচুড়া
প্রকৃতিকে লাগে ভালো।

যত ফুলকলি ফুটিল সকলি
ধেয়ে আসে অলিদল,
বাজে বাঁশি সুরে শালবন দূরে
কারা বাজায় মাদল।

অজয়ের চরে সারাদিন ধরে
শালিকেরা করে খেলা,
অজয়ের ঘাটে সূর্য বসে পাটে
পড়ে আসে যবে বেলা।

গাঁয়ের বধূরা রাঙাশাড়ি পরা
জল নিয়ে যায় ঘরে,
ভাণ্ডারী লক্ষ্মণ কাব্য অনুপম
লিখে কবিতার পরে।