ফাগুনে ফুল ফুটে.... গগনে রবি উঠে
ফাগুনের কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
ফাগুন এসেছে পুলক জেগেছে
ফুল ফুটে ফুলশাখে,
সকাল বেলায় আমের শাখায়
বসন্তে কোকিল ডাকে।
গোলাপ বকুল পলাশ শিমূল
কুসুম ফুটেছে কত,
ফুটে ফুলকলি ধেয়ে আসে অলি
গুঞ্জরিছে অবিরত।
কুসুম কাননে মধু আহরণে
রত সদা মধুকর,
ফুলে মধু খায় কভুবা ঘুমায়
বসি ফুলের উপর।
নয়ন দিঘিতে আসে জল নিতে
গাঁয়ের বধূরা সবে,
কেহ জল ভরে কেহ স্নান করে
ঘাট ভরে কলরবে।
অজয়ের চরে সোনা রোদ ঝরে
শালিকেরা করে খেলা,
উত্তর বাহিনী অজয় তটিনী
সারাদিন কাটে বেলা।
আসিল ফাগুন ধরেছে আগুন
রং লাগে দেহে মনে,
লিখিল লক্ষ্মণ কাব্য অনুক্ষণ
বসন্তের আগমনে।